আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর আল জাজিরার।
সোফির মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি স্বাস্থ্য পরীক্ষা করতে দেন এবং তিনি ও তার স্বামী বাড়িতেই নিজস্ব আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নেন।
শুক্রবার ট্রুডোর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষায় সোফির কভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।
ট্রুডোর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সোফি ভালো আছেন তবে তাকে আইসোলেশনে থাকতে হবে। তিনি তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।
বিবৃতিতে আরও বলা হয়, কানাডার ফাস্ট লেডি ইংল্যান্ড থেকে ফেরার পর তার মধ্যে গত বুধবার রাত থেকে জ্বর ও অন্যান্য লক্ষণ দেখা দেয়।
এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন বলে নিশ্চিত করেছে তার অফিস। স্ত্রী সোফির জ্বরসহ করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ দেখা দেওয়ায় পর তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানায় তার অফিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।