জুমবাংলা ডেস্ক : শুক্রবার সাভারে সাতজন গার্মেন্টস শ্রমিকের করোনাভাইরাস (কোভিড-১৯) ধরা পড়েছে৷ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা এমন তথ্য নিশ্চিত করেছেন৷ তবে এখনও তাদের শনাক্ত করতে পারেনি বিজিএমইএ৷
সাভারের আল মুসলিম গার্মেন্টসের দুই শ্রমিক কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ ফরহাদ হোসেন৷ আন্তর্জাতিক গনমাধ্যম ডয়চে ভেলেকে তিনি বলেছেন, ‘‘ওই শ্রমিকরা কাজে যোগ দেওয়ার আগেই তারা জ্বর অনুভব করায় তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়৷ কারাখানা থেকে তারা আক্রান্ত হননি৷ বাসা থেকেই তারা আক্রান্ত হয়েছেন- এটা আমরা নিশ্চিত৷ আমাদের মেডিকেল অফিসার খোঁজ খবর রাখছেন৷’’
গার্মেন্টস কর্তৃপক্ষ যেখানে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করছে সেখানে বিজিএমইএ বলছে তারা শ্রমিকদের খুঁজে পাচ্ছে না! থানা স্বাস্থ্য কর্মকর্তা সাতজন শ্রমিকের আক্রান্তের তথ্য নিশ্চিত করলেও মালিকদের সংগঠনটির সহসভাপতি আরশাদ জামাল দিপু বলেছেন, ‘‘আমরা দুই জনের কথা শুনেছি৷ সাতজন তো প্রথম শুনলাম৷ এখন খোঁজ খবর নিচ্ছি৷ কোথায়-কিভাবে তারা আক্রান্ত হলেন আমরা কিছুই জানি না৷ একটা টিম তাদের খোঁজ করছে৷’’
বিজিএমইএর এই নেতা নিশ্চিত করেন, কারাখানা কর্তৃপক্ষ যদি তাদের দায়িত্ব না নেয়, তাহলে বিজিএমইএ তাদের সুচিকিৎসা নিশ্চিত করবে৷ ‘আমাদের একটু সময় দিন, আমরা যে কথা দিয়েছিলাম, সেটা অবশ্যই রাখব৷’’ সূত্র : ডয়চে ভেলে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।