নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া প্রাইভেট শিক্ষক, দারোয়ান ও চাকুরিজীবিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। শনিবার (২৭ জুন) কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় এমপির বাসভবনে এই অসহায় পদান করা হয়।
জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি তার ঐচ্ছিক তহবিল হতে অসহায় মানুষদের মাঝে নগদ আড়াই লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া ওই মানুষগুলোর কাউকে ১০ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা হারে অনুদান প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবীদ মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেরা পরিষদের সদস্য এইচ.এম আবু বকর চৌধুরী, তাসলিমা রহমান লাভলী, স্থানীয় আ’লীগ নেতা অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান, মো. সাইফুল ইসলাম, মো. কামরুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।