জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর (৬৮) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজহারুল ইসলামের মৃত্যু হয় বলে জানান তার স্বজন ফরহাদ উদ্দিন আহমেদ বাবু।
তিনি বলেন, ‘১০ দিন আগে চট্টগ্রামে উনার করোনা পরীক্ষা করা হয়, তবে রিপোর্ট আসে নেগেটিভ। তারপরও ওনার তীব্র শ্বাসকষ্ট থাকায় নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাজহারুল ইসলামের শ্বাসকষ্ট ও জ্বর থাকায় ইউনাইটেডের চিকিৎসকরা আবারও তার করোনা শনাক্তকরণ পরীক্ষা করান।’
ফরহাদ উদ্দিন আরও বলেন, ‘দ্বিতীয়বার পরীক্ষায় করোনা পজিটিভ আসে। সেদিন বিকালেই ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে উনাকে আনোয়ার খান মেডিকেলে নেয়া হয়। গত পাঁচদিন সেখানে ছিলেন। আজ অক্সিজেন সেচুরেশন কমায় আইসিইউতে নেয়া হয়। বিকালে অবস্থা একটু ভালোর দিকে ছিল। রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।