কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: গোসল করার সময় এক কলেজ পড়ুয়া ছাত্রীর অর্ধনগ্ন দৃশ্য গোপনে ভিডিও করে তা ফাঁস করায় বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী হাজীরহাট এলাকার এক কলেজ পড়ুয়া ছাত্রী বাড়িতে গোসল করার সময় পার্শ্ববর্তী বাড়ির অহিদুল ইসলামের ছেলে মোস্তফা গোলজার (২০) এবং তার সহোদর ভাই দেলোয়ার হোসেন (১৭) গোপনে মোবাইলে ভিডিও করে।
গত ২৭ সেপ্টেম্বর মোস্তফা গোলজার তার ফোনের মেমোরি কার্ড গান লোড করার জন্য ভেড়ভেড়ী হাজির হাটের দুলাল হোসেনের ছেলে ফরহাদ হোসেনকে (১৯) দিলে ওই ছাত্রীর গোসল করার দৃশ্য তার নজরে পড়ে। ফরহাদ হোসেন তার দোকানের কম্পিউটারে তা দ্রুত কপি করে রাখে। এরপর একই এলাকার চঞ্চল নামে এক ব্যক্তি ফরহাদের দোকানে গান লোড করার সময় ওই ভিডিওটি দেখে চিনতে পারায় বিষয়টি ছাত্রীটির বাবাকে জানায় সে।
ভিডিওটি ভাইরাল হওয়ার ভয়ে ছাত্রীর বাবা বিষয়টি মিমাংসা করার চেষ্টা করে। পরবর্তীতে জনপ্রতিনিধিদের কানে গেলে তারাও বিষয়টি মিমিংসা করার চেষ্ট করে ব্যর্থ হন।
খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ কম্পিউটার ব্যবসায়ী ফরহাদ হোসেনকে গ্রেফতার করে। এসময় আলামত হিসেবে তার দোকানের কম্পিউটারটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ থানায় ফরহাদসহ ৩ জনকে আসামী করে একটি পর্ণগ্রাফী আইনে মামলা দায়ের করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একজন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।