জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে রামরায়পুর (মাহালীপাড়া) গ্রামের দুই সন্তানের জনক আদিবাসী জাকারুস মারডি (৩৩) নিখোঁজ ঘটনার ৫ দিন অতিবাহিত হয়েছে। গত শুক্রবার ও শনিবার দুই দফায় নিখোঁজ জাকারুস মারডি মুঠোফোনে তার স্ত্রী লুইজিনা মুরমুর (৩০) সাথে কথা বলেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ সময় জাকারুস মারডি তার স্ত্রীকে কষ্টে আছেন জানিয়ে মুঠোফোনের লাইন কেটে দেন বলে জানান মুরমু। এর পর থেকে ওই নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জানা যায়, শ্রমিক জাকারুস মারডি গত ২৮ এপ্রিল আনুমানিক রাতে ৮টায় বাড়িসংলগ্ন একটি নির্মাণাধীন ব্রিজ পাহারা দিতে যায়। রাত শেষে সে বাড়িতে না আসায় স্বজনেরা কর্মস্থলে তাকে না পেয়ে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তবে শুক্রবার বিকেল ৫টায় ও পরদিন শনিবার সকাল ৭টায় ০১৭৬১০৬১৭০৪ নম্বর থেকে দুই দফায় তার স্ত্রীর সাথে কথা বলেন জাকারুস। এ ঘটনায় গত ২৯ এপ্রিল পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন স্ত্রী লুইজিনা মুরমু (৩০)। এদিকে ব্রিজের কাজ বন্ধ থাকায় শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের না পাওয়ায় তাদের ভাষ্য জানা সম্ভব হয়নি।
এদিকে, মাহালীপাড়া গ্রামের রতন মারডি (৩২), সুনীল হেমরম (৩৭) ও উজ্জল সরেন (৩৮) শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, গ্রামের এরনেস্ট মুরমু ও দানিয়াল মুরমুর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। জাকারুস মারডি এরনেস্ট মুরমুর পক্ষের লোক হওয়ায় দানিয়াল মুরমুর সহযোগীরা জাকারুসকে অপহরণ করে থাকতে পারেন বলে অভিযোগ করেন তারা।
জাকারুস মারডির স্ত্রী বলেন, তার স্বামীকে দানিয়াল মুরমুর লোকজন অপহরণ করে থাকতে পারে। লুইজিনা মুরমু আরো অভিযোগ করেন, নির্মাণাধীন একটি ব্রিজ পাহারা দিচ্ছিলেন তার স্বামীসহ ৬ শ্রমিক। এর মধ্যে ৫ শ্রমিক বহালতবিয়তে আছে। তিনি তার স্বামীকে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান বলেন, নিখোঁজ হওয়া জাকারুস মারডির স্ত্রী লুইজিনা মুরমু থানায় জিডি করেছেন। পুলিশ তার নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছেন বলে তিনি উল্লেখ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


