কাদের নির্দেশে সরে যেতে হচ্ছে সৌরভকে? যাকে করা হচ্ছে ভারতীয় বোর্ডের সভাপতি

কাদের নির্দেশে সরে যেতে হচ্ছে সৌরভকে? যাকে করা হচ্ছে ভারতীয় বোর্ডের সভাপতি

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী-যুগ শেষ হতে চলেছে—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক দিন ধরেই।

তবে নতুন সভাপতি কে হবেন তা নিয়েই ছিল যত কৌতূহল। মুম্বাইয়ের ওয়াংখেড়ের আকাশে-বাতাসে ভেসে বেড়াচ্ছিল বোর্ডের বর্তমান সচিব জয় শাহর নাম।

কাদের নির্দেশে সরে যেতে হচ্ছে সৌরভকে? যাকে করা হচ্ছে ভারতীয় বোর্ডের সভাপতি

কিন্তু মঙ্গলবারই এলো চমকে যাওয়া খবর। জানা গেল, জয় শাহ নয়, মিলিয়ন ডলার ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হচ্ছেন রজার বিনি।

তিনি ভারতের সাবেক অলরাউন্ডার। ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের নায়ক। বর্তমানে তার বয়স ৬৭ বছর।

১৮ অক্টোবর হবে ভারতীয় বোর্ডের নির্বাচন। তবে কেবল অনুষ্ঠান সর্বোস্ব, নিয়মরক্ষার। বিনির বোর্ড সভাপতি হওয়া একপ্রকার নিশ্চিত। বিনি বর্তমানে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন।

কলকাতার গণমাধ্যম জি ২৪ ঘণ্টায় বলা হয়েছে, সৌরভকে সরিয়ে দেওয়া হয়েছে এটা নিশ্চিত। আর তা হলে বিনি হবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসা তৃতীয় টেস্ট ক্রিকেটার।

ভারতের শীর্ষ সব গণমাধ্যম সূত্রে খবর, সৌরভকে সরিয়ে দেওয়ার মধ্যে রয়েছে রাজনীতি। ক্ষমতাসীন বিজেপির নির্দেশেই সরে যেতে হয়েছে কলকতার দাদাকে।

এ বিষয়ে ভারতের ক্রিকেট মহলের ধারণা, গত বিধান সভার নির্বাচনে বিজেপির সঙ্গে কথা বলেও শেষ মুহূর্তে ভোটে না দাঁড়ানোয় সৌরভকে তার মেয়াদ শেষে সরিয়ে দেওয়া হলো। আরেকটি সুযোগ দেওয়া হলো না।

জানা গেছে,  আরও এক মেয়াদের জন্য সচিব পদেই থেকে যাচ্ছেন জয় শাজ। আর সহসভাপতি পদে থেকে যাচ্ছেন রাজীব শুক্লাও। আইপিএলের চেয়ারম্যান হিসেবে ব্রিজেশ প্যাটেলকে সরিয়ে দায়িত্ব নিতে যাচ্ছেন অরুণ ধুমাল।

উল্লেখ্য, বর্তমান প্রজন্মের কাছে রজার বিনি অপরিচিত হলেও এক সময়ের দুর্দান্ত অলরাউন্ডার ছিলেন এ সাবেক পেসার।

ভারতের হয়ে ১৯৭৯ থেকে ১৯৮৭ পর্যন্ত ২৭টি টেস্ট খেলেছেন বিনি । উইকেট নিয়েছেন ৪৭টি। ৭২টি ওডিআইতে (১৯৮০-৮৭) তার শিকার ৭৭ উইকেট।

তবে তার ক্যারিয়ারের স্বর্ণবছর ছিল ১৯৮৩ সাল। এ বছরে অনুষ্ঠিত বিশ্বকাপে বড় সফলতা পান তিনি। ’৮৩ বিশ্বকাপে ৮ ম্যাচে ১৮ উইকেট শিকার করেন বিনি।

আমার মেয়েটা ছোট, ওকে বাঁচতে দিন: পূজা চেরির মা