Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home কানপুর টেস্টে জাকিরের লজ্জার রেকর্ড
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কানপুর টেস্টে জাকিরের লজ্জার রেকর্ড

Md EliasSeptember 27, 20243 Mins Read
Advertisement

আরও একবার ব্যর্থ জাকির-সাদমানের ওপেনিং জুটি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তামিম ইকবাল-ইমরুল কায়েস পরবর্তী সময়ে সবচেয়ে জাকির হোসেন এবং সাদমান ইসলামের ওপরেই সবচেয়ে বেশি আস্থা ছিল নির্বাচকদের। তবে দুই বাঁহাতির ব্যাট থেকে বড় জুটি পাওয়া যেন বিরল এক দৃশ্য। অবশ্য সামগ্রিকভাবেই টাইগারদের টেস্ট ক্রিকেটে ওপেনারদের কাছ থেকে ধারাবাহিকতা খুব বেশি দেখা যায়নি সেভাবে।

কানপুর টেস্টে

একই চিত্র কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এসে। নতুন বলে সাবধানী শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে ভালোভাবেই সামলেছেন তারা। তবে আকাশ দীপ আক্রমণে এসেই দুই ওপেনারকে ফেরালেন।

জয়সাওয়ালের ক্যাচের স্বীকৃতি যখন থার্ড আম্পায়ার হয়ে এসেছে, ততক্ষণে লজ্জার এক রেকর্ডে নামটা তুলেই ফেলেছেন তিনি। ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি বল খেলে ডাক মারার অনাকাঙ্ক্ষিত রেকর্ড এখন বাংলাদেশি ওপেনারের নামের পাশে।

ওপেনার হিসেবে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি বল খেলে ডাক মারার রেকর্ড আগে ছিল শন মার্শের। পুনে টেস্টে ২০১৭ সালে অজি ব্যাটার ২১ বল খেলে আউট হন শূন্য রানে। এর আগে ১৯৭৯ সালে পাকিস্তানের মজিদ খান দিল্লি টেস্টে ১৭ বল খেলে ডাক মেরেছিলেন। জাকির খেলেছেন ৭ বল বেশি।

ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি বল খেলে ডাক
২৪ বল – জাকির হোসেন (বাংলাদেশ), কানপুর, ২০২৪
২১ বল – শন মার্শ (অস্ট্রেলিয়া), পুনে, ২০১৭
১৭ বল – মজিদ খান (পাকিস্তান), দিল্লি, ১৯৭৯
১৬ বল- জ্যাক ক্রলি (ইংল্যান্ড), ধর্মশালা, ২০১৬
১৫ বল – গ্র্যান্ট ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), দিল্লি, ২০০০

জাকির অবশ্য এদিক শুরু থেকেই ছন্দে ছিলেন না। ২৩ বলের ইনিংসে জাসপ্রিত বুমরাহর কাছে বারবার নাস্তানাবুদ হতে হয়েছে তাকে। ভারতের এই পেসারের ২০ বল মোকাবেলা করতে হয়েছে তাকে। যেখানে প্রায় ২৭.৭৮ শতাংশ ক্ষেত্রেই খেলতে চেয়েছেন ভুল শট।

ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন আকাশ। তার ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে গুড লেংথে করেছিলেন এই পেসার। সেখানে ডিফেন্স করতে গিয়ে আউট সাইড এজে বল চলে যায় তৃতীয় স্লিপে। সেখানে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন জয়সাওয়াল। ২৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি জাকির।

ভারতের বিপক্ষে শীর্ষ ৭ ব্যাটারের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে ডাক মারার রেকর্ড আগে ছিল অজি কিংবদন্তি ইয়ান চ্যাপেলের। ১৯৬৮ সালে সিডনি টেস্টে চ্যাপেল ২২ বলে করেন শূন্য রান। ২১ বলে শূন্য করেছেন স্টিভ ওয়াহ, শন মার্শ এবং ক্যামেরন গ্রিন। ওয়াহ এবং গ্রিনের ডাকও এসেছিল সিডনিতে।

অবশ্য বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলে ডাক মারার তালিকায় চারে আছেন জাকির হোসেন। ২০০২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৪১ বল খেলে ০ রানে আউট হন বাংলাদেশের সাবেক পেসার মনজুরুল ইসলাম। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই ২৯ বল খেলে ০ রানে আউট হন রাজিন সালেহ। আর ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বল খেলে ০ রানে আউট হন আফতাব আহমেদ।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলে ডাক
৪১ বল- মানজুরুল ইসলাম; প্রতিপক্ষ- শ্রীলঙ্কা (২০০২)

২৭ বল- রাজিন সালেহ; প্রতিপক্ষ- শ্রীলঙ্কা (২০০৭)

২৫ বল – আফতাব আহমেদ; প্রতিপক্ষ – নিউজিল্যান্ড (২০০৮)

২৪ বল – জাকির হোসেন; প্রতিপক্ষ – ভারত (২০২৪)

১৪ বার চেষ্টার পরও গর্ভধারণে ব্যর্থ, সালমানের সাহায্যে সন্তানের জন্ম দিলেন তিনি

অবশ্য সামগ্রিক টেস্ট ইতিহাসে জাকির আছেন নিরাপদ দূরত্বে। টেস্টে সবচেয়ে বেশি বল খেলে ০ রানে আউট হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের জিওফ অ্যালটের। ১৯৯৯ সালে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ বল খেলে ০ রানে আউট হন সাবেক এই বাঁহাতি পেসার। দুইয়ে আছেন লঙ্কানদের বিপক্ষে ৫৫ বলে ডাক মারা জেমস অ্যান্ডারসন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket কানপুর ক্রিকেট খেলাধুলা জাকিরের টেস্টে রেকর্ড লজ্জার
Related Posts
জাহানারা

জাহানারার যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন জমা হবে ‘আগামী বছর’

December 23, 2025
ICC

আইসিসি কেন ডিআরএসের খরচ দেয় না— প্রশ্ন স্টার্কের

December 22, 2025
বিপিএলের টিকিট

ঘরেই বসে পাবেন বিপিএলের টিকিট

December 21, 2025
Latest News
জাহানারা

জাহানারার যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন জমা হবে ‘আগামী বছর’

ICC

আইসিসি কেন ডিআরএসের খরচ দেয় না— প্রশ্ন স্টার্কের

বিপিএলের টিকিট

ঘরেই বসে পাবেন বিপিএলের টিকিট

সামির মিনহাস

১৭ চার ৯ ছক্কায় ভারতকে উড়িয়ে দিলেন পাকিস্তানের মিনহাস

হার্দিক পান্ডিয়া

ছক্কা মেরে আহত করে নিজেই সেবা করলেন হার্দিক পান্ডিয়া

সেমিফাইনালে

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ আজ পাকিস্তান

টম লাথাম ও ডেভন কনওয়ে ওয়েস্ট ইন্ডিজ

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি

বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন দল পাবে কত?

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

যে কারণে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করলো বিসিবি

২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি

২০২৬ বিশ্বকাপের মোট প্রাইজমানি ৭৯৯৯ কোটি টাকা, চ্যাম্পিয়ন পাবে কত?

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.