কাঁদতে যে রেস্তোরাঁয় যান মধ্যবয়সী পুরুষেরা
আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ে ২৪ ঘণ্টা খোলা থাকে এমন রেস্তোরাঁর সংখ্যা খুবই কম। যেগুলো খোলা থাকে সেগুলোতে আবার ভিড় বেশি। ফলে অনেকেই সেখানে যেতে চান না। এর ব্যতিক্রম হচ্ছে জিন ডিং জুয়ান নামের একটি রেস্তোরাঁ। সেটি মধ্যবয়সী পুরুষদের ‘শেষ আশ্রয়স্থল’। অনেকে কান্না করতে যান সেখানে। খবর চায়না মর্নিং পোস্টের
প্রতিবেদনে বলা হয়, জিন ডিং জুয়ান রেস্তোরাঁটিকে বলা হয় মধ্যবয়সী পুরুষদের ‘শেষ আশ্রয়স্থল’। জীবনের ধকল সামলাতে সেখানে গিয়ে একাকী সময় কাটাতে পারেন এই পুরুষেরা। এমনকি অনেকে কান্নাকাটি করে মন হালকা করেও নেন।
জিন ডিং জুয়ানের বেশির ভাগ ক্রেতাই মধ্যবয়সী পুরুষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, তিনি রেস্তোরাঁটিতে পাঁচ বছর ধরে যাচ্ছেন। সেখানে এমন কিছু সুবিধা রয়েছে, যা কেবল মধ্যবয়সী পুরুষদেরই মনে ধরবে। এটি তাদের জন্য ‘দারুণ একটি জায়গা’।
জিন ডিং জুয়ান রেস্তোরাঁর ব্যবস্থাপক গুয়ো বলেন, ‘রেস্তোরাঁর বেশিরভাগ ক্রেতা মধ্যবয়সী পুরুষ এবং সন্ধ্যার পর সেখানে আসেন।অনেকে একাই আসেন। তারা একে অপরের সঙ্গে আড্ডা দেন। কেউ কেউ আবার একাকী বসে কাঁদেন।’
রেস্তোরাঁটি এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। এ নিয়ে চলছে নানা আলোচনা। যেমন একজন বলেছেন, ‘পুরুষেরাও মানুষ। মুক্তভাবে শ্বাস নেওয়ার জন্য তাঁদেরও কিছুটা সময় ও জায়গা প্রয়োজন।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘অনেক রাতে কোনো পুরুষ রেস্তোরাঁটিতে একা বসে থাকেন ও কাঁদেন। জীবনে নানামুখী চাপে তারা এমনটা করেন। পরের দিন তাঁরা নিজেদের চাঙা করে নিয়ে আবার কাজে যোগ দেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।