বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের জীবন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। রিল লাইফ হোক বা রিয়েল লাইফ-হাঁড়ির খবর রাখা চাই-ই। সোনাক্ষী সিনহা বি টাউনের এমন একজন অভিনেত্রী, যিনি ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেন। সোনাক্ষীর লাভ লাইফ কিন্তু বেশ রহস্যে মোড়া।
প্রায় ৯ বছর হয়ে গেল বলিউডে কাজ করছেন তিনি। একাধিক সহ-অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা গিয়েছে। কিন্তু কোনওটারই বাস্তব ভিত্তি মেলেনি।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, ‘আমার বাবা, মা চান আমি একজন ‘সুশীল ছেলে’র সঙ্গে প্রেম করি। সে এই ইন্ডাস্ট্রির হবে।’ এরপরই শত্রুঘ্ন-কন্যা জানান, তিনি এরকমই একজনের সঙ্গে আপাতত চুটিয়ে ডেট করছেন। তাঁর কথায়, ‘আমি একজন সেলেব্রিটির সঙ্গেই ডেট করি। কিন্তু দুনিয়ার কেউ তা জানে না।’ তবে কে সেই তারকা, তা কিন্তু মোটে জানাতে চাননি বলিউডের ‘সোনা’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।