জুমবাংলা ডেস্ক: বৈশাখ পেরিয়ে গেলেও রয়ে গেছে কালবৈশাখীর আনাগোনা। এই সপ্তাহের মাঝামাঝিতেই তা দেখা দিতে পারে। এ অবস্থায় জানমাল রক্ষায় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া গবেষকদের।
তারা বলছেন, এ সপ্তাহে কালবৈশাখী ঝড়ের কবলে পড়বে দেশ। রয়েছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।
তবে সপ্তাহ শুরুতে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এই সময় ঝড়ো বাতাস বইলেও কালবৈশাখী ঝড় আঘাত হানবে বুধবার নাগাদ।
কানাডার সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, বুধবার (২৪ মে) পুরো দেশের উপর দিয়ে খুব শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করবে। যদি আকাশে কোনোভাবে একটু মেঘ দেখেন, সঙ্গে সঙ্গেই তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিতে হবে। কোনোভাবেই বাইরে থাকা যাবে না। এ ছাড়া ক্ষতি এড়াতে কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ এই গবেষকের।
অন্যদিকে আগামী তিনদিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রবিবার (২১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে একথা জানায় আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী তিনদিনে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।