নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা শতবর্ষী একটি বটগাছ কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে ঝড়ের তাণ্ডবে বিদ্যালয়ের কেন্দ্রস্থলে থাকা এ ঐতিহাসিক গাছটি মাটিতে লুটিয়ে পড়ে। গাছটি প্রজন্মের শিক্ষার্থীদের অবকাশ, আড্ডা ও পাঠচর্চার কেন্দ্র ছিল বলে জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহীন মোড়ল ফেসবুকে লেখেন, ‘এই গাছটার সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে! মনে হচ্ছে ছোটবেলার একটা বড় অংশ হারিয়ে গেল।’
আরেক প্রাক্তন শিক্ষার্থী প্রিন্স টি কস্তা লিখেছেন, ‘এই গাছটা ছিল শুধু বৃক্ষ নয়, আমাদের নির্ভরতার প্রতীক।’
বিদ্যালয়ের অতিথি শিক্ষক যীনাত রহমান বলেন, ‘এই বটগাছ ছিল আমাদের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তার শিক্ষা আমাদের অন্তরে চিরকাল থাকবে।’
অধ্যক্ষ ব্রাদার লিটন ফ্র্যান্সিস রিবেরো বলেন, ‘এই বৃক্ষটি আমাদের স্মৃতির প্রাচীনতম স্তম্ভ। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নতুন একটি বটগাছ রোপণ করব—যা হবে অতীতের প্রতি শ্রদ্ধা ও ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।