
জুমবাংলা ডেস্ক: জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম জন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
খন্দকার হালিমুল আলম জন গত ১৪ দিন যাবৎ হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে লাইফ সার্পোটে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা, সাড়ে বারটায় নিজ গ্রাম সরাইলে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি শোক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার কালাই উপজেলার উন্নয়ন ও জনসেবায় খন্দকার হালিমুল আলম জনের অসামান্য অবদানের জন্য জনগণ তাকে দীর্ঘদিন স্মরণ রাখবে।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।