গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালচালা এলাকায় স্বপ্না বেগম (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ গৃহবধূর মরদেহ পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, গত ৬ বছর আগে উপজেলার গাবতলী এলাকার আলম হোসেনের মেয়ে স্বপ্না বেগমের সাথে একই উপজেলার গোয়ালচালা এলাকার লালমিয়ার ছেলে মামুন হোসেনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য স্বপ্না বেগমের উপর নির্যাতন করতো স্বামী ও তার পরিবারের লোকজন। এ নিয়ে নিহতের বাবা ২ বছর পূর্বে কালিয়াকৈর থানায় মামুন হোসেন ও তার পরিবারের অন্যান্যদের নামে অভিযোগ দায়ের করছিলেন এবং ২মাস পূর্বেও স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে স্বপ্না তার বাবার বাড়ি চলে এসেছিলেন। পরে স্থানীয় ফুলবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওর্য়াডের সদস্য লোকমান হোসেনের মাধ্যমে বিবাধ মিমাংসা করা হয়।
নিহতের চাচা আমির হোসেন জানান, রাতে কোনও এক সময় স্বপ্নাকে শ্বাসরোধ করে হত্যার পর তার একমাত্র শিশুটিকে নিয়ে স্বামী, শ্বশুর-শ্বাশুরী ও ননদ পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম জানান, রাত ৪টার সময় মামুনের বাবা লালমিয়া আমাকে মোবাইলে ফোন করে জানায় তার পুত্রবধু ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল, সে গুরুতর আহত হয়েছে। পরে আমি সেখানে গ্রাম পুলিশ পাঠিয়ে দেয়।
কালিয়াকৈর থানার উপ পরিদর্শক আব্দুস সালাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতির চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।