নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জলাতঙ্ক নির্মূলে গাজীপুরের কালীগঞ্জে কুরের টিকাদানের (এসডিভি) তৃতীয় রাউন্ডের কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের সম্মেলন কক্ষে স্থানীয়দের মাঝে জলাতঙ্ক নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, কালীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র এস এম রবীন হোসেন, ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান খান ফারুক মাস্টার, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মোজাম্মেল হক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা প্রাণী সম্পদ ভেটেনারী সার্জন আফজাল হোসেন, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমূখ।
জলাতঙ্ক নির্মূলের মূল প্রবন্ধ পাঠ করেন সিডিসি’র ডিজিএইচএস প্রকল্পের প্রোগ্রাম সুপার ভাইজার মো. রাসেল খন্দকার। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক নাজমুল হোসেন ভূইয়া ও পরিসংখ্যান বীদ কাজী নাজমুল হক।
বক্তারা বলেন, জেলার প্রতিটি উপজেলায় এ কার্যক্রমের ১ম ও ২য় রাউন্ড শেষ। আগামী ০৪ থেকে ০৮ জুন পর্যন্ত চলবে ৩য় রাউন্ডের কাজ। উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে থাকবে তিনটি করে টিম এবং একটি পৌরসভায় থাকবে পাঁচটি টিম। যার প্রতিটি স্থানে ৭০ ভাগের অধিক পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে। যা কুকুরের প্রতিটি হার্ড ইমিউনিটি তৈরি করে এবং ওই এলাকাকে জলাতঙ্ক ঝুঁকি হ্রাস করবে। তবে প্রতিটি টিমে পাঁচ জন করে সদস্য কাজ করবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ল এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় এ পর্যন্ত দেশের সকল জেলায় প্রতিটি প্রতিটি উপজেলায় ১ম রাউন্ড এবং ১৬টি জেলার প্রতিটি উপজেলায় ২য় রাউন্ড এবং সিরাজগঞ্জ, নীলফামারী, মানিকগঞ্জ ও গাইবান্ধা জেলার প্রতিটি উপজেলায় ৩য় রাউন্ড টিকাদান কার্যক্রমের আওতায় প্রায় ২০ লক্ষ ৫৮ হাজার কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান করা হয়েছে। এছাড়াও গাজীপুর ও ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলায় আগামী ০৪ থেকে ০৮ জুন পর্যন্ত ৩য় রাউন্ডের কাজ শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।