নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের অধ্যক্ষ ফেরসৌদ মিয়া (৫৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম গ্রামের ভাড়া বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্যা জ্ঞানী গুণীগ্রাহী রেখে গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার মৃত তাহের মিয়ার ছেলে। বাদ মাগরিব কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ মাঠে নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
মরহুম ফেরসৌদ মিয়া কালীগঞ্জ কল্যান সংস্থা, সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থাসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি,কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ. কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবিন হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, কালীগঞ্জ কল্যান সংস্থার সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাশহুদুর রহমার সাজেদ, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এমআই লিকন, সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়েল শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।