নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতা, যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে নেটওয়ার্কিং সভা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা তুমলিয়া ইউনিয়ন পরিষদে লিগ্যাল এইডের আয়োজনে এ সভা শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন লিগ্যাল এইড গাজীপুর জেলা শাখার ব্যবস্থাপক তরিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুবকর মিয়া বাক্কু, উপজেলা তথ্য আপা তথ্য সেন্টারের তথ্য কর্মকর্তা সোহা তামান্না, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, লিগ্যাল এইড উপজেলা সমন্বয়কারী শহিদুল ইসলাম প্রমুখ।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম, স্কুল-মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী, স্বাস্থ্য কর্মী, জিও-এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ গ্রহণ করেন।
জানা গেছে, USAID এর আর্থিক সহযোগিতা ও Democracy International এর কারিগরি সাপোর্টে আইন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করেন Aparajeyo-Bangladesh.
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।