নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর ৭৩৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ পৌরসভার সামনে জিতু মিয়া মার্কেটে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আউটলেটটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নের সিনিয়র ম্যানেজার মো. মাসুম জানান, কালীগঞ্জে দীর্ঘদিন ধরেই একটি আধুনিক ও গ্রাহকবান্ধব আউটলেট চালুর পরিকল্পনা ছিল। নতুন এই শাখার মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ কেনাকাটার সুযোগ আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আউটলেটের স্বত্বাধিকারী জোহায়ের আলী টিটু বলেন, নতুন শাখা উপলক্ষে গ্রাহকদের জন্য মাসব্যাপী বিশেষ অফারের আয়োজন করা হয়েছে, যা কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন, অপারেশন ম্যানেজার মো. মোস্তফা হোসেন রাজু, শরীয়তউল্লাহ রাসেল মুন্সী, তৌকির আহমেদ, মো. নোবেল, আউটলেট ইনচার্জ মো. সাজিদ আহমেদ হৃদয়সহ স্বপ্নের কর্মকর্তা-কর্মচারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


