নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘‘গাছ লাগাই, জীবন বাঁচাই’’ এই শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলার কালীগঞ্জ-ঘোড়াশাল পাইপাস সড়কে নিজ হাতে চারা গাছ রোপন করেন সাবেক এই প্রতিমন্ত্রী।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে চারা গাছ রোপন কর্মসূচি আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শনিবার (২৭ জুন) দিনব্যাপী সরকারী কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতু পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ২ হাজার ৫শ চারা গাছ রোপন করা হয়।
এই সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবীদ মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু নাদির সিদ্দিকী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, গাজীপুর জেলা পরিষদের সদস্য এইচ.এম আবু বকর চৌধুরী, তাসলিমা রহমান লাভলী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।