নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা হাফিজিয়া এতিমখানা ও পুনর্বাসন কেন্দ্রে উপহার সামগ্রী ও হাফেজ ছাত্রদের নগদ অর্থ প্রদান করেছেন স্থানীয় সমাজ সেবক মোদাব্বির হাসান মানিক ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভাটিরা হাফিজিয়া এতিমখানা ও পুনর্বাসন কেন্দ্রের হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ওই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়ার মাহফিলে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী ও অর্থ প্রদান করেন।
ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মো. শরিফুল ইসলাম সরকার।
উপজেলার ডেমরা দাখিল মাদ্রাসার সুপারেন্টেন্ড হযরত মাও. আব্দুল লতিফ আখন্দের সভাপতিত্ব এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত এইচ.এস.বি.সি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. মঈন উদ্দিন আখন্দ জুয়েল। এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী তামীরুল মিল্লাত মাদ্রাসার ইংরেজী শিক্ষক মো. ইলিয়াস হোসেন বাগমার।
ওয়াজ ও দোয়ার মাহফিলে হাফেজ মাও. ক্বারী এস এম আব্দুল হান্নান বেলালী, গাজীপুর আজিম উদ্দিন কলেজ জামে মসজিদের খতিব মাও. মুফতী আব্দুল হালিম আল-হোসাইনী, ভাটিরা হাফিজিয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও. রাশিদুল ইসলাম আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত ছিলেন।
জানা গেছে, অনুষ্ঠানের বিশেষ অতিথি মোদাব্বির হাসান মানিক মাদ্রাসা কমিটির ২১ জন সদস্য, ৭ জন শিক্ষক, ৩ জন হাফেজ, ৩ জন অভিভাবক ও ১৪ জন অতিথিকে উৎসাহ মূলক উপহারসহ হাফেজ ছাত্রদের নগত অর্থ প্রদান করেন ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।