নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে সাহিদা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাস সংক্রমণ কিনা তা পরীক্ষার জন্য বৃহস্পতিবার (২৮) সকালে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এরআগে তিনি বুধবার (২৭ মে) দিবাগত রাত ১টার দিতে কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।
নিহত বৃদ্ধা কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর গ্রামের মৃত রফিক মিয়ার স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, গত কয়েকদিন ধরে ওই বৃদ্ধা সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।বুধবার দিবাগত রাতে তিনি মারা যান। তিনি আরো বলেন, মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। বিধি মোতাবেক লাশ দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হযেছে।
স্বজনদের বরাত দিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক বলেন, ওই বৃদ্ধার চার ছেলে ৪ জনই প্রবাসী। বুধবার দিবাগত রাতে কোন এক সময় মারা গেছে। মৃত্যুর খবরে তার কাছে কেউ যায়নি। তারপরও তিনি করোনাভাইরাস সংক্রমণ ছিল কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।