নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় স্থানীয় ৮টি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ ক্যারাটে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার সমন্বয়কারী জেসমিন বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সহ-সভাপতি চিত্র নায়ক মাসুদ পারভেজ রুবেল।
এ সময় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধূরী, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় জেন্ডার প্রোমোটার, সংগীত শিক্ষক ও আবৃত্তি শিক্ষকদের মাঝে বেতন প্রদান করা হয়। পাশাপাশি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাবসমূহের মাঝে বই বিতরণ করা হয়।পরে চিত্রনায়ক রুবেল কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে আত্মরক্ষার্থে ক্যারাট প্রশিক্ষণের কিছু শারীরিক কসরত প্রদর্শণ করান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।