নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ আয়োজনে পরিষদ প্রাঙ্গণে থেকে একটি র্যালী কালীগঞ্জের বিভিন্ন সড়ক পদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
র্যালী ও আলোচনা উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊমি কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌর প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান সহ, উপজেলায় বিভিন্ন দফতর প্রধান পৌরসভার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জে কৃষি জমির মাটি কেটে নিচ্ছে সিন্ডিকেট: অভিযানের খবরে ভেকু রেখে পালায়ন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।