নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: “এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” স্লোগানে গাজীপুরের কালীগঞ্জে পল্লী উদ্যোক্তাদের মাঝে এসএমই বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে কালীগঞ্জ উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু।
বিআরডিবি কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে ও হিসাব রক্ষক লিটন আহমেদের সঞ্চালনায় ঋণ গ্রহণকারীরা বক্তব্য রাখেন।
জানা গেছে, পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ কর্মসূচির আওতায় স্থানীয় একজন পুরুষকে ৩ লাখ ও চারজন নারীকে আড়াই লাখ টাকা ১০ টাকা টাকাসহ দ্বিতীয় পর্যায়ে মোট ১৩ লক্ষ টাকার এসএমই ঋণ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে শ্রীপুর চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.