নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক শিউলি আক্তারকে গাজীপুরে জেলার কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালযে বদলি করা হয়েছে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালযে প্রধান শিক্ষক আব্দুল আহেদকে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত। এর আগের সোমবার (২৯ জানুয়ারি) নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দিন ধরে করা বিক্ষোভের কারণে তাকে বদলি করা হয়েছে বলে জানান নরসিংদীর জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম।
তিনি জানান, গত কয়েকদিন ধরে নরসিংদী বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে আন্দোলন করছিলেন। এ ঘটনার তদন্ত করে রিপোর্ট ঢাকায় পাঠানো হয়। পরে শিক্ষা অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান শিক্ষককে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয় শিউলি আক্তারকে।
এদিকে বিষয়টি জানা জানি হলে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই প্রধান শিক্ষক শিউলি আক্তার নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করতো। ওনার বিরুদ্ধে তদন্ত করে প্রমাণও পেয়েছে । আর সে কারণে তাকে শিক্ষা অধিদপ্তর প্রজ্ঞাপনের মাধ্যমে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বদলি করা হয়েছে। একই ঘটনা যদি এখানেও করে, তখন তো এখানেও আন্দোলন করতে হবে।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত বলেন, শিক্ষা অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান শিক্ষক শিউলি আক্তারকে। কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে। সম্ভবত উনার আগের কর্মস্থলে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এখানে বদলি করা হয়েছে। আর কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহেদকে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।