
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী মারা গেছেন।
Advertisement
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য এইচএম আবু বকর চৌধুরী জানান, আমিনা আক্তার (৫০) নামে এই নেত্রী শনিবার রাত আড়াইটার দিকে মারা যান।আমিনা উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার কালীগঞ্জ শাখার চেয়ারম্যান ছিলেন।
আবু বকর বলেন, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর আমিনাকে শনিবার রাত ১২টার দিকে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


