নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে আনিস উজ্জামান কল্যান ট্রাষ্টের রান্না করা খাবার পৌঁছে গেলে স্থানীয় ৩ গ্রামের ৪টি এতিমখানায়। এছাড়াও সোমবার (০৩ মে) বিকেলে ট্রাষ্টি মুর্শিদ উজ্জামানের নিজ গ্রাম কালীগঞ্জ পৌর এলাকার ভাদগাতী গ্রামের অসহায়, দরিদ্র ও কর্মহীন ৪শ মানুষের মাঝে এ রান্না করা খাবার বিতরণ করা হয়।
জানা গেছে, মহামারী করোনা ও লকডাউনে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের জন-জীবন বিপর্যস্ত। তাই আনিস উজ্জামান কল্যান ট্রাষ্টের পক্ষ থেকে উপজেলার বড়নগর, মুনসুরপুর, বালীগাও গ্রামের ৪টি এতিমখানা এবং ভাদগাতি গ্রামের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে রান্না করা ৪শ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়। ট্রাষ্টের প্রেসিডেন্ট মুর্শিদ উজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে রান্না করা এ খাবারগুলো প্রতিটি এতিমখানায় ও বাড়ি বাড়ি রিকসা করে পৌঁছে দেন ট্রাষ্ট্রের অন্যান্য ট্রাষ্টিবৃন্দ।
ট্রাষ্টের প্রেসিডেন্ট মুর্শিদ উজ্জামান জানান, করোনা পেন্ডামিক সময় এখন। তাছাড়া কয়েক দফা লকডাউনে কর্মহীন, দুঃস্থ ও অস্বচ্ছল মানুষ অনেক কষ্টে আছে। বিষয়গুলো মাথায় রেখেই ট্রাষ্টের পক্ষে এ ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরো বলেন, যদিও দেশের এই পরিস্থিতিতে এটা খুব বেশি কিছু নয়। তবু আমরা ট্রাষ্টের পক্ষে চারটি এতিমখানায় এতিম শিশু শিক্ষার্থী এবং নিজ গ্রামের কর্মহীন, দুঃস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে রান্না করা ৪শ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।