নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে সাবেক স্ত্রী শাকিরিন আক্তারকে (২০) ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা মামলার প্রধান এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোড হাসেমবাগ এলাকা থেকে র্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানার পুলিশ।
মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত সাইদুর রহমান সানি (২৬) নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেইট পিডিবি এলাকার বাসিন্দা।
নিহত শাকিরিন আক্তার উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা (দক্ষিণ পাড়া) গ্রামের হারুন শেখের মেয়ে। তিনি এক সন্তানের জননী।
ওসি জানান, শাকিরিন আক্তার হত্যা মামলার প্রধান এজাহারনামীয় পলাতক আসামি সাইদুর রহমান সানি নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোড হাসেমবাগ এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার পুলিশ র্যাবের সহায়তায় সোমবার দিবাগত রাতে অভিযান পরিচাল করে। এ সময় সাইদুর রহমান সানিকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে ঘটনাস্থলে নিয়ে তার জবানবন্দি অনুযায়ী নিহত শাকিরিন ওড়না ও পার্স উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিরিনকে ধর্ষণের পর গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।
সাইদুর রহমান সানির সাথে গত ২২ সেপ্টেম্বর ঘুরতে গিয়ে শাকিরিন আক্তার নামের ওই নারী নিখোঁজ হন। পরে ২৫ সেপ্টেম্বর রাতে শাকিরিনের বাবা হারুন শেখ বাদি হয়ে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির একদিন পর ২৬ সেপ্টেম্বর বিকেলে নিহতের নিজ গ্রাম থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।
কালীগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।