নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: “সবুজ বাঁচাই, সবুজে বাঁচি” শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে বিভিন্ন স্কুল, কলেজ পড়ুয়া স্থানীয় একদল প্রকৃতি প্রেমী তরুণ। শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের আশে-পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে তারা।
সকালে একে একে আসতে শুরু করে উপজেলার বসবাসরত বিভিন্ন স্কুল, কলেজ পড়ুয়া বৃক্ষ ও প্রকৃতি প্রেমী ওই তরুণরা। শুরু হয় তাদের পরিচয় পর্ব এবং পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভা৷ এতে সভাপতিত্ব করেন উক্ত কর্মসূচীর আহবায়ক রানা সরকার।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচীর এটা তাদের ১ম পর্ব। স্থানীয় প্রশাসন ও সকলের সহযোগিতা পেলে অতি বৃহৎ পরিসরে ২য় পর্ব আয়োজন হবে বলেও জানান তারা।
আহবায়ক রানা সরকার জানান, করোনা মহামারীর এই সময়ে একদিকে পুরো পৃথিবী অক্সিজেন সংকটে ভূগছে অন্যদিকে অপরিকল্পিত নগরায়ণের ফলে উৎসবমুখর পরিবেশে কাটা হচ্ছে গাছ, উজার হচ্ছে বন। বৃদ্ধি পাচ্ছে কার্বনডাই-অক্সাইডের পরিমাণ এমন পরিস্থিতিতে অদূর ভবিষ্যৎ কেমন হবে তা ভাবাচ্ছে আমাদের।
তিনি আরো বলেন, মূলত পরিবেশের চিন্তা-বনা থেকেই একদল তরুণ্যের সাথে নিয়ে নিজেদের হাত খরচের টাকায় বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষা আন্দোলন “সবুজ বাঁচাই, সবুজে বাঁচি” পালন করছি আমরা, আশা রাখি এতে করে তরুণপ্রজন্ম পরিবেশ সুরক্ষায় সচেতন হবে৷
এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই, কেবল বৃক্ষরোপণই পারে একটি সবুজ বাংলাদেশ গড়তে।
পরে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গন, কালীগঞ্জ-ঘোড়াশাল-নরসিংদী বাইপাস সড়ক, স্থানীয় স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রসার বেশ কিছু পয়েন্টে নানা প্রজাতির শতাধীক ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়৷
এতে সাংবাদিক মো. রিয়াদ হোসাইন, স্কুল ও কলেজ শিক্ষার্থী রিফাত, কিষাণ মন্ডল, আবরার, রুপম, সিয়াম, ইফাত, অয়ন, সায়েম, তায়েব, তানজিল, মেরাজ, সাজ্জাদ, সিহাব, সাব্বির, রাহাত, তুহিন, রায়হান, সানজিদ, হাসান, সোহাগ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।