কালীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

গাজীপুর প্রতিনিধি: স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে র‌্যালি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

স্বেচ্ছাসেবক লীগ কালীগঞ্জ শাখার আয়োজিত ২৫তম এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সিজু।

যুগ্ম আহবায়ক মো. মনিরুল আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আশরাফী হাসান মেহেদী, স্বেচ্ছাসেবক লীগ সভপাতি এ্যাডভোকেট মোশারফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জজ, কালীগঞ্জ উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক এবি এম তারিকুল ইসলাম, সদস্য মাজেদুল ইসলাম সেলিম প্রমুখ।

এর আগে স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনটির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আ. লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।