নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে উপজেলার ২ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা হিসেবে জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামান। জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার সমন্বয়কারী জেসমিন বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার।
এ সময় জয়িতারা উপস্থিত সকলের সাথে তাদের শ্রেষ্ঠত্বের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শাহনাজ বেগমকে এবং অর্থতৈনিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ফাতেমা ফেরদৌসের হাতে সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও সনদ তুলে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।