নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ভাষণ,কবিতা আবৃত্তি,ছড়াগান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছেন।
সোমবার (০৭ মার্চ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভাষণ প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন শহীদ ফকির সামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসরিয়া আনোয়ার,খৈকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারুফা এবং একই বিদ্যালয়ের সাবিহা তুন রাফা।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন খৈকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা তুন রাফা, কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকা খানম ও একই বিদ্যালয়ের জান্নাতুল মাসতুরা।
ছড়া গান প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তুমলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রজ্ঞা নাগ, শিশুমেলা আইডিয়াল স্কুলের শিক্ষার্থী শ্রেষ্ঠা রানী বীর এবং ভাদার্ত্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিদ্দিকুর রহমান।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন শিশুমেলা আইডিয়াল স্কুলের শিক্ষার্থী আমিনা হুসাইন এনজেল, বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুনিয়া আক্তার এবং বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাইয়িদা আজরা ঝুমু।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসসাদিকজামান, কালীগঞ্জ থানার ওসি মো.আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।