নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার রেড জোন এলাকার করোনাভাইরাস আক্রান্ত এক বাসিন্দা মারা গেছেন। শনিবার (২৭ জুন) সকালে করোনাভাইরাসের জন্য নির্ধারিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
প্রয়াত ব্যক্তি কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুরের বাসিন্দা।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তিকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ‘রেড জোন’ এলাকা। গত ২৪ জুন ওই বাসিন্দার করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়। শনিবার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন বলেন তিনি।
কালীগঞ্জ পৌরসভায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ১২ জুন মধ্য রাত থেকে কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।