স্পোর্টস ডেস্ক: আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা গুনেছেন কিউই পেসার কাইল জেমিসন। একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। খবর রয়টার্স’র।
মাউন্ট মুঙ্গানুইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০১ রানে পরাজিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সে ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে এ শাস্তি পেতে হলো কিউই পেসার কাইল জেমিসনকে।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৭৫তম ওভারে ড্রাইভ করে বল জেমিসনের কাছে পাঠান পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। বলটি কুড়িয়ে নিয়ে সাথে সাথেই উল্টো আবার ফাহিমের দিকে ছুঁড়ে মারেন জেমিসন। কিন্তু সেসময় ফাহিম রান নেওয়ার চেষ্টাও করেননি এমনকি ক্রিজের ভেতরেই ছিলেন। জেমিসনের এমন আচরণ ভালোভাবে নেয়নি আইসিসি।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা অনুযায়ী অপ্রয়োজনে কিংবা বিপজ্জনকভাবে অন্য খেলোয়াড়ের দিকে বল ছুঁড়ে মারলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য জেমিসনকে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সাথে জেমিসনের নামের নামে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
এটাই কাইল জেমিসনের পাওয়া প্রথম ডিমেরিট পয়েন্ট। ২ বছরের মধ্যে ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে একজন ক্রিকেটারকে নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।