আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে নিয়ে গুজবের শেষ নাই। এবার যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদমাধ্যম কিমকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, কিমের ব্যক্তিগত ট্রেনটিতে রয়েছে ২০টি বগি। আর প্রত্যেকটি বগিই রাজকীয়ভাবে সাজানো। তবে ওই ট্রেনটিতে সবচেয়ে দামী সম্পদ হচ্ছে কিমের কুমারী রক্ষিতারা।
জানা গেছে, ২০১৫ সালে একটি প্রতিযোগিতার মাধ্যমে রক্ষিতাদের বাছাই করেন কিম। কিপ্পুমজো নামের ওই কুমারী রক্ষিতাদের দলে আছেন প্রায় দুই হাজার নারী। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, কিম জং উনের বাবা কিম জং ইলেরও রক্ষিতা ছিলো। পরে ২০১১ সালের কিমের বড় ভাইয়ের মৃত্যুর পর সেটি বন্ধ করে দেন কিম জং ইল। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য এই ব্যক্তিগত ট্রেন দিয়েই ভিয়েতনাম, চীন ভ্রমণ করেছেন। নিরাপত্তার কথা ভেবেই তিনি প্লেনে না চড়ে ট্রেন ব্যবহার করেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।