কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে স্বপন রায় (২০) নামে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২ ডিসেম্বর) সাজাপ্রাপ্ত স্বপন রায়কে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দামালের ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দণ্ডাদেশ দেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ।
সাজাপ্রাপ্ত স্বপন রায় জলঢাকা উপজেলার গাবরোল সাধুপাড়া টসরার ডাংগা গ্রামের নির্মল রায়ের ছেলে।
কিশোরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, উপজেলার বড়ভিটায় দশম শ্রেণির এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফিরছিল। এ সময় বড়ভিটা ইউনিয়নের দামালের ঘাট এলাকায় স্বপন রায় ওই ছাত্রীকে ইভটিজিং করেন। মেয়েটির চিৎকারে এলাকাবাসী স্বপন রায়কে আটক করে বড়ভিটা ইউনিয়ন পরিষদের নিয়ে আসেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে স্বপন রায়কে ছয় মাসের সাজা প্রদান করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, সাজাপ্রাপ্ত স্বপন রায়কে আজ সোমবার (২ ডিসেম্বর) জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।