কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ১৪ টন চোরাই রডসহ হাসি ট্রেডার্সের মালিক ফরহাদ হোসেন সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানী ঢাকার রমনা বিভাগ থেকে আসা ডিবি পুলিশের একটি টিম সোমবার রাতে এই অভিযান পরিচালনা করে।
কিশোরগঞ্জ থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে কিশোরগঞ্জ উপজেলা সদরের হাসি ট্রেডার্সের গোডাউনে অভিযান পরিচালনা করে চুরি করা ১৪ টন রড উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় চোরাই রড রাখার অপরাধে দোকানের মালিক ফরহাদ হোসেন সম্রাটকে গ্রেপ্তার করা হয়।
ফরহাদ হোসেন সম্রাটের বাড়ি কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামে।
অভিযানে আসা ডিবি পুলিশ জানায়, ফরহাদ হোসেন সম্রাটকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার রায় রড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসি ট্রেডার্সের মালিক সম্রাটকে প্রথমে থানায় আনা হয়েছিল। পরে ডিবি পুলিশ তাকে ঢাকায় নিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।