কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজিজার মিয়া ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের ১০ বছর পূর্তি উপলক্ষে ১৫৮ জন কৃতি শিক্ষাথীর্কে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে সংবধর্না ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ্যাসোসিয়েশনের সভাপতি এম এ জাকারিয়ার সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, উপজেলা নিবার্হী অফিসার আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ, উপজেলা জাতীয় পাটির্র আহবায়ক রেজাউল ইসলাম স্বপন, গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মারুফ হোসেন অন্তিক
নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক প্রমুখ।
আজিজার মিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি এম এ এইচ জাকারিয়া বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষাথীর্দের বৃত্তি প্রদান ছাড়াও সমাজের অসহায় দুস্থ নারীদের পুণর্বাসনে কাজ করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।