বিনোদন ডেস্ক : : তরুণীর নাচের তালে তালে নোটের তাড়া ওড়াচ্ছেন এক ব্যক্তি। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভিডিওটিই। অনেকের দাবি ভিডিওতে টাকা ওড়াতে থাকা ওই ব্যক্তি বীরভূমের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ কুমার ভকত। বীরভূমের মুরারই এলাকার বাসিন্দা তিনি।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ঘরের মধ্যে ‘দেবদাস’ ছবির একটি গানে নাচছেন এক তরুনী। চলচ্চিত্রের চন্দ্রমুখী চরিত্রের মতন পোষাকেই সুসজ্জিতা তিনি। মিনিট দেড়েকের ওই ভিডিওতে দেখা যায় তরুনীর মাথায় উপর এক তাড়া নোট ধরে তা ওড়াচ্ছেন এক ব্যক্তি। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই দাবি করতে থাকেন ওই ব্যক্তি বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ ভকত।
শুধু তাইই নয়, ভিডিওটিতে কোনও এক ব্যক্তিকে পুরুষ কন্ঠে বলতে শোনা যায় ‘আমাদের বিহারে বিয়ে শাদিতে এরকমই চলে’, তারপর তরুনীর উদ্দ্যেশ্যে তাঁকে ‘জবাব নেই! বাহ বাহ!’ বলতেও শোনা যায়।’ অবশ্য ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা এখনও যাচাই করা হয়নি।
কিন্তু এই ভিডিও সামনে আসার পরই শুরু হয় তুমুল বিতর্ক। তৃণমূল নেতার এহেন কাজের প্রেক্ষিতে তুমুল সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। একের পর এক কটাক্ষবাণ ভেসে আসে বিরোধী শিবির থেকে। যদিও এই ব্যাপারে ওই তৃণমূল নেতাকে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন ধরেননি তিনি।
কিন্তু প্রদীপ ভকতের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বিহারে গেছিলেন প্রদীপ। সেখানেই একটি বাড়িতে বসে নাচের আসর। পুরভোটের মুখে এহেন ঘটনায় কার্যতই অস্বস্তিতে শাসক দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।