জুমবাংলা ডেস্ক : অনুমতি নিয়ে রপ্তানি করতে হবে কুঁড়ার তেল। এই শর্ত সাপেক্ষে রপ্তানি পণ্যের তালিকায় রাখা হয়েছে রাইস ব্র্যান অয়েল (কুঁড়ার তেল) ও রাইস ব্র্যান ক্রুড অয়েল। বুধবার (১৫ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত কুঁড়ার তেল রপ্তানির সুযোগ বহাল থাকল।
এর আগে রপ্তানি উন্মুক্ত ছিল এই ভোজ্যতেল। তবে দেশের বাজারে ভোজ্যতেলের চাহিদা বিবেচনায় শর্ত সাপেক্ষে রপ্তানি নীতি ২০২৪-২৭ এর আওতায় রপ্তানি পণ্যের তালিকায় রাইস ব্র্যান, পরিশোধিত রাইস ব্র্যান অয়েল ও অপরিশোধিত রাইস ব্র্যান অয়েল অন্তর্ভুক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা প্রায় ২২ থেকে ২৩ লাখ টন। এই চাহিদার বিপরীতে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি করে স্থানীয়ভাবে পরিশোধনের মাধ্যমে চাহিদার প্রায় ৯০ শতাংশ পূরণ করা হয়।
বাংলাদেশ রাইস ব্র্যান অয়েল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, দেশে মোট ২০টি রাইস ব্র্যান অয়েল মিল রয়েছে। এসব মিলের বার্ষিক উৎপাদনক্ষমতা ৪ লাখ ৫৩ হাজার টন। আর প্রতিবছর রপ্তানি করা হত প্রায় ৫০ হাজার টন রাইস ব্র্যান ওয়েল।
ভ্যাট আরোপের সিদ্ধান্তে পরিবর্তন, বাড়ছে না মোবাইলে রিচার্জ ও ওষুধের দাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।