জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) জাকির হোসেনের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
রোববার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আলম মিয়া, ফয়সাল আহমেদ সাগর, আব্দুল আজিজ নাহিদ, রাগিব পাটোয়ারী, খন্দকার আল ইমরান ও মাহমুদুল হাসান লিমনসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন ভিসি জাকির হোসেন। তিনি আওয়ামী লীগের একাধিক পদধারী ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। তিনি ছাত্র-জনতার অর্জিত দ্বিতীয় স্বাধীনতার পরও পলাতক আওয়ামী দোসরদের সহযোগিতা নিয়ে প্রশাসন পরিচালনা করছেন। দ্বিতীয় স্বাধীনতার সুফল ধরে রাখতে ভিসি জাকির হোসেনের পদত্যাগ জরুরি।
পদত্যাগ না করলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়া, আগামী ২৫ অক্টোবরের মধ্যে তাকে পদত্যাগ করতে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি একটি স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.