কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ও এর বিভাগীয় সহযোগী সংগঠন সিএসই সোসাইটির উদ্যোগে দ্বিতীয়বারের ন্যায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের জন্যে ৬ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। গতবছর প্রনয়নকৃত এই শিক্ষাবৃত্তির আওতায় মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে এককালীন ৫ হাজার টাকা প্রদান করা হবে।
এ বছর মনোনীত ৬ জন শিক্ষার্থী ২০১৬-১৭, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ।
আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে মনোনয়নের ক্ষেত্রে তাদের এসএসসি, এইচএসসি, সম্মান শ্রেনীতে চলমান ফলাফল ও পারিবারিক অবস্থা বিবেচনা করা হয়েছে।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান কামাল হোসেন চৌধুরী বলেন, “গত বছরের ন্যায় এ বছর ও অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান করা হবে। আর এ ধারা সামনেও অব্যাহত থাকবে। আমরা বৃত্তি প্রদান করছি ফলাফল এবং পরিবারে অসচ্ছলতা বিবেচনা করে। সামনে যদি নতুনরা ভাল রেজাল্ট করে তাহলে তারাও বৃত্তি পাবে।”
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শীঘ্রই বৃত্তির টাকা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিএসই সোসাইটির কনভেনর পার্থ চক্রবর্ত্তী এবং বিভাগের ছাত্র উপদেষ্টা চৌধুরী শাহরিয়ার মোজাম্মেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।