জুমবাংলা ডেস্ক: ঈদের ছুটি শেষেও কুমিল্লার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছে দর্শনার্থীরা। বৃষ্টির কারণে ঈদের পর দুদিন বের হতে না পারলেও শুক্রবার থেকে হাজার হাজার পর্যটকের ভিড় জমে কুমিল্লার কোটবাড়ি এলাকার সরকারি-বেসরকারি দর্শনীয় স্থানগুলোতে। খবর ইউএনবি’র।
জেলার কোটবাড়ি এলাকায় সরকারি তত্ত্বাবধানে গড়ে ওঠা শালবন বৌদ্ধ বিহার, জাদুঘর ছাড়াও ব্যক্তি মালিকানায় গড়ে উঠেছে ম্যাজিক প্যারাডাইস, ডাইনো পার্কসহ বেশ কিছু বিনোদন কেন্দ্র। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ভিড় করছেন দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা।
ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে অবস্থিত ম্যাজিক প্যারাডাইস পার্কে বিভিন্ন রাইডের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা ডাইনোসর ও ওয়াটার ওয়ার্ল্ড দেখার সুযোগ পাচ্ছেন। কোলহলমুক্ত পরিবেশে পার্কটিতে এসে তারা আনন্দে সময় কাটাতে পেরে অনেক খুশি।
ম্যাজিক প্যারাডাইস পার্কের এমডি মো. মাহবুবুর রহমান জানান, ঈদের কারণে দর্শনার্থীদের বেশ ভিড় রয়েছে। এছাড়া দর্শনার্থীরা যেন নিরাপদে ভ্রমণ করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে জেলার অন্যতম পর্যটনকেন্দ্র কোটবাড়ি এলাকায় আভ্যন্তরীণ সড়কের উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা জোরদার করা দাবি জানিয়েছেন সেখানকার দর্শনার্থীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।