জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলায় কঠোর লকডাউনের তৃতীয় দিনে নগরী, সদর ও সদর দক্ষিণের বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা তথ্য অফিস। আজ শনিবার সকাল ৮টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ সকল সড়কে প্রচারণা অভিযান চালানো হয়।
কুমিল্লা জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক বাসসকে বলেন, করোনা প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা অভিযান চালানো হচ্ছে। অফিসের গাড়িতে মহানগরীর আলেখারচর, পদুয়ারবাজার, জাংগালিয়া, সুয়াগাজি, চৌয়ারা, বালুথুবা, চকবাজার, রাজগঞ্জ, কান্দিরপাড়, পুলিশলাইন, দূর্গাপুর, জাগুরজুলি, বেলতলী, কোটবাড়ী মোড়, ইপিজেড, নবাববাড়ী চৌমুহনী, আদালত, কালিয়াজুরি, মগবাড়ি, রাণীর বাজার, টমছমব্রীজসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রচারণা চালানো হয়। এ প্রচার অভিযান লকডাউন চলাকালীন সময়ে প্রতিদিন সকাল ৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি জানান। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।