জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলায় চালের এক পাইকারি দোকান ও এক আড়তকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা। অভিযানে আরও একটি বেকারিকেও জরিমানা করা হয়।
আজ সকাল সাড়ে ১০টায় অভিযান পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আসাদুল ইসলাম।
তিনি বলেন, ভাউচার যাচাই করে দেখা যায়, আগের কম দামে কিনে মজুদের লাইসেন্স না নিয়ে মজুদ করে রেখে বেশি দামে চাল বিক্রি করছে মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ নামে একটি আড়ৎ। এ অপরাধে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করে চাল বিক্রির অপরাধে মেসার্স দয়াল এন্টারপ্রাইজকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনে কম দেয়া ও প্যাকেটের গায়ে মূল্য না লেখায় মেসার্স হক প্রোডাক্টস বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, অবৈধ মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের তালিকা করছি। তালিকা ধরে ধরে অভিযান পরিচালিত হবে বলেও জানান এই কর্মকর্তা।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, ফুড ইন্সপেক্টর গোলাম রব্বানি এবং জেলা পুলিশের একটি টিম। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।