কুয়াশা কেটে রোদ উঠেছে রাজধানীতে, কমেছে শীতের তীব্রতা

ঢাকা

জুমবাংলা ডেস্ক: ঠিক কত বছর আগে রাজধানীতে এমন শীত পড়েছে তা ছিল টানা কদিন ধরে ঢাকাবাসীর আলোচনা। সূর্যের দেখা মিলছিল না দিনভর। শীতের প্রকোপে অনেকটা জবুথবু শহরবাসী। এ অবস্থা থেকে মুক্তি মিললো সোমবার (৯ জানুয়ারি) সকালে। ঢাকার আকাশে হেসে উঠলো সূর্য। রবিবারের (৮ জানুয়ারি) ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে সোমবার। আজ সকাল সাড়ে দশটায় রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকাকদিন ধরে ঢাকায় চলছে শীতের প্রকোপ। বিশেষ করে গত দুদিন কনকনে ঠাণ্ডায় রাজধানীবাসী যেন নাজেহাল। রবিবার ১২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তাপমাত্রা। তার আগের দিন ছিল ১১ দশমিক পাঁচ ডিগ্রি।

সারা দেশে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এরমধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিনে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে আবহাওয়া অফিস বলছে শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক রবিবার (৮ জানুয়ারি) জানিয়েছেন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে আট থেকে ১২ কিলোমিটার। সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড পরিমাণ টাকা