জুমবাংলা ডেস্ক : করোনা সংক্রমণের ভয়ে হিন্দু মিষ্টি ব্যবসায়ী মঙ্গলকুন্ড’র শেষকৃত্যে আসেনি তার পরিবার। এলাকাবাসীর বাঁধার মুখে লাশের গাড়িও নিতে পারিনি শশ্মানে। পরে প্রায় দেড় কিলোমিটার লাশ ঘাড়ে করে নিয়ে গিয়ে শুক্রবার দুপুরে লাশের দাহ সম্পন্ন করেন উলামাগণ।
শুক্রবার (২৫ জুন) কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
মিষ্টি ব্যবসায়ী মঙ্গলকুন্ড আজ কুষ্টিয়া সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। লাশ থেকে করোনা সংক্রমিত হতে পারে এই ভয়ে তার পরিবার লাশের সংস্পর্শে ও শেষকৃত্যে আসেনি বলে জানা যায়। পরে খেদমতে খালক ফাউন্ডেশনের উলামাগণ লাশ গাড়ীতে করে শশ্মানে নেওয়ার উদ্দেশ্যে ওই এলাকার জঙ্গলি ব্রিজের কাছে পৌঁছালে লাশবাহী গাড়ি আটকে দেয় এলাকাবাসী। বাঁধার মুখে গাড়ি রেখে প্রায় দেড় কিলোমিটার পথ লাশ কাঁধে করে শশ্মানে পৌছায় এবং লাশের দাহকার্য সম্পন্ন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।