জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে সেকেন্দার-আফরোজা দম্পতির ঘরে দুই মাথা নিয়ে জন্ম নেয়া জমজ কন্যা সন্তান মারা গেছে। শনিবার রাত ৮টার দিকে সেকেন্দার আফরোজা দম্পতির নিজ বাড়িতে এই জোড়া সন্তানের মৃত্যু হয়।
গত ২৩ অক্টোবর সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে জন্ম হয় জোড়া শিশুর। ছয়দিন পরে গত বৃহস্পতিবার ২৮ অক্টোবর চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয় তাকে। বাড়িতে দুদিন থাকার পরে শনিবার রাতে জোড়া শিশুর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত ২৩ অক্টোবর সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান প্রসূতিকে। সেখানে সিজারের মাধ্যমে ওই নারী দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের জন্ম দেন। প্রথমে সুস্থ থাকলেও পরে ক্রমেই বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জোড়া সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরিবারের আর্থিক অভাবের কারণে তারা ঢাকায় না নিয়ে কুড়িগ্রামের বাড়িতে নিয়ে আসে এবং দুদিন পরে তাদের মৃত্যু হয়।
প্রতিবেশী জাহিদ হাসান বলেন, সেকেন্দা আফরোজা দম্পতির ঘরে জন্ম নেয়া দুই মাথাওয়ালা কন্যা সন্তানটির মৃত্যু হয়েছে। এটাই প্রথম সন্তান ছিল তাদের।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ জানান, কনজয়েনটুইংয়ের কারণে এমন সন্তান ভূমিষ্ট হয়। মায়ের পেটে ভ্রণ অনেক সময় বৃদ্ধি হওয়ার কারণে তা আলাদা হতে পারে না। এ কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ সন্তানগুলোর জন্য জটিল অস্ত্রপচারের প্রয়োজন হয়। এটি একটি ব্যয়বহুল ব্যবস্থা। এ অস্ত্রপচার করার মতো সামর্থ সবার থাকে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।