Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত শফিকুল ইসলাম একই এলাকার ঈশা মামুদের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার বিকালে শফিকুল ইসলাম নিজ বাড়িতে বৈদ্যুতিক হাউস ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসলিমা নাসরিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।