স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অরের মতোই ফুটবলারদের আরেকটি স্বীকৃত পুরস্কার ফিফা দ্য বেস্ট। পুরস্কারটি দিয়ে থাকে বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
প্রতিবছর মাঠে পারফরম্যান্সের বিচারে বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে থাকে সংস্থাটি। যা ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড নামেও পরিচিত।
চলতি বছরের অর্থাৎ ২০২২ সালের বর্ষসেরা পুরস্কার দেয়ার তারিখ ঘোষণা করেছে (ফিফা)। আগামী ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটি বিজয়ীর হাতে তুলে দেয়া হবে।
ফিফা মোট ১১ ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার দিয়ে থাকে। যার জন্য আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ফিফার ওয়েবসাইটে নির্দিষ্ট ক্যাটাগরিতে বিজয়ী বাছাইয়ে ভোটিং কার্যক্রম শুরু হবে।
২০২২ সালের বর্ষসেরা পুরস্কারের জন্য গত ৮ আগস্ট ২০২১ থেকে ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ফুটবলার ও কোচদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। যেখানে সেরা ফুটবল সমর্থকের পুরস্কারও দেয়া হবে একটি দেশের হাতে।
গতবছর ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হন পোল্যান্ড তারকা রবার্ট লেভানদোভস্কি এবং নারী ক্যাটাগরিতে অ্যালেক্সিয়া পুতেয়াস।
এবারের ফিফা দ্য বেস্ট পুরস্কারের লড়াইয়ে কারা এগিয়ে আছেন, সে তালিকা এখনও প্রকাশ করেনি ফিফা। তবে লড়াইটা যে বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক লিওনেল মেসি এবং রানার্সআপ দলের কিলিয়ান এমবাপ্পের মধ্যে হবে তা অনুমেয়।
চলতি মৌসুমে উভয়েই রয়েছেন দুর্দান্ত ফর্মে। মেসি এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২৪ গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন। পুরো বিশ্বকাপেও ছিলেন দুর্দান্ত। ৭ ম্যাচ থেকে ৭ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩ গোল।
ফাইনালসহ ম্যাচ সেরা হয়েছেন ৫ ম্যাচে। টুর্নামেন্টে দুর্দান্ত খেলায় জিতেছেন গোল্ডেন বলের শিরোপাও। ফুটবলের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি কিনা দুইবার এ শিরোপা জয় করেছেন। এর আগে ২০১৪ বিশ্বকাপেও গোল্ডেন বলের শিরোপা লাভ করেন মেসি। ফলে তাকে ফিফা দ্য বেস্টের পুরস্কার পেতে অনেকটা এগিয়ে রাখছেন বোদ্ধারা।
২০১৬ থেকে ফিফা আলাদাভাবে এ পুরস্কার দিচ্ছে। গত ছয়বারে সর্বোচ্চ দুইবার করে এ পুরস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও রবার্ট লেভানদোভস্কি। মেসি ও লুকা মদ্রিচ পেয়েছেন একবার করে। এবারের পুরস্কারটি অনেকটা নিশ্চিত মেসির হাতেই উঠছে। যদি না অন্য কোনও সমীকরণ সামনে না আসে। তিনি যদি এবারের পুরস্কার জেতেন তাহলে তৃতীয় ফুটবলার হিসেবে ডাবল জিতবেন।
মেসিকে টেক্কা দেয়ার জন্য বড় প্রতিপক্ষ হিসেবে রয়েছেন ফুটবল বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সের এমবাপ্পে। তিনিও চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২৮ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন।
পুরো বিশ্বকাপেও এমবাপ্পে ছিলেন দুর্দান্ত। ফাইনালে হ্যাটট্রিক করাসহ ৭ ম্যাচ থেকে করেছেন ৮ গোল ও করিয়েছেন ২ গোল। আর ম্যাচ সেরা হয়েছেন ৪টিতে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করায় জিতেছেন গোল্ডেন বুটের শিরোপা।
বর্ষসেরা কোচের তালিকায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে লড়াই করতে হবে অন্যদের। বর্ষসেরা গোলরক্ষকের জন্য প্রতিযোগিতা করবেন বিশ্বকাপে গোল্ডেন গ্লোভসজয়ী আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। বর্ষসেরা ফ্যান অ্যাওয়ার্ডের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে জাপানের সমর্থকরা।
উল্লেখ্য, ২০১৭ সালে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন প্রদত্ত ব্যালন ডি’অর থেকে আলাদা হয়ে যায় ফিফা। এরপর থেকে প্রতিবছর ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড দিচ্ছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।